বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

35

পাঁচলাইশ থানা ৮০-৯০ দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা সাবেক ছাত্রনেতা মো. মনির আহমেদ এর সভাপতিত্বে ও আনোয়ারুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় বিবিরহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটির এই বছর খুব বেশী তাৎপর্যপূর্ণ। কেননা দেশের জনগণ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনকের সুযোগ্য কণ্যা শেখ হাসিনা কে তৃতীয় বারের মত সরকার পরিচালনার দায়িত্ব অর্পন করেছেন। নির্বাচনের এই রায় বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের গভীর আস্তা ও অকৃত্রিম ভালোবাসারই প্রতিফলন। তাই সরকারের পাশাপাশি ৮০-৯০ দশকের ছাত্রলীগের নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ফরিদুল আনোয়ার, শামশুল ইসলাম, এম.এ. মোতালেব তালুকদার, মো. ইদ্রিস, এস.এম. তছলিম উদ্দীন, মো. এনামুল হক, শাহেদ আলী রানা, ফয়েজ বিন হাকিম, জাবেদ রশিদ সেলিম, মো. ফরিদ, নজরুল ইসলাম পাপ্পু, ইমতিয়াজ হোসেন, মো. সোলায়মান বাদশা, নিজাম উদ্দিন, খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি