গত ১৪ মার্চ বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম সদরঘাটস্থ নেভাল-২ কার পার্কিং মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্বলিত বেলুন উড়িয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের মহাসচিব, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক জননেতা মসিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন- জনাব সৈয়দ আহাম্মদ, নুরুল আবছার তালুকদার সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি’র বক্তব্যে মসিউর রহমান চৌধুরী জাতির পিতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের বৃহৎ ও উৎসব মুখর পরিবেশে জন্মশত বার্ষিকী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাসের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশী রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অবদান রেখে চলছি। সভার শেষপ্রান্তে উপস্থিত গরীব অসহায় ৪০০ জন মানুষের মধ্যে প্রতি জনকে ৫ কেজি করে দুই টন সামুদ্রিক মাছ বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের পক্ষ থেকে বিনা মূল্যে মুজিব জন্মশর্ত বার্ষিকী উপলক্ষে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি