জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল দুপুরে সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, নির্বাহী সদস্য আলহাজ আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, জহির আহমেদ চৌধুরী, আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মনোরঞ্জন দে প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কিয়াম, দোয়া-মোনাজাত ও তবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি