ফ্লোরিডায় ইউএস বাংলা মেলা মাতালেন কুমার বিশ্বজিৎ ও কনা

1

প্রেমিকাকে পুতুলের মতো করে সাজানোর ইচ্ছার যে গান দিয়ে এক তরুণের আবির্ভাব ঘটেছিল ১৯৮২ সালে, ৪২ বছর পর এসেও সেই গানে উন্মাতাল হয়ে উঠে শ্রোতা-দর্শকরা। সেই সাথে ভালোবাসার সীমান্তে ফাল্গুনের বসন্তধারা ঝরিয়ে প্রেমিকাকে কাছে রাখার যে আকুলতা, তাতেও কন্ঠ মিলিয়ে সাড়া দেয় আবেগতাড়িত গান পাগলরা।
গত ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বীচের কোয়ায়েট ওয়াটার পার্কে কয়েক হাজার প্রবাসী বাঙালিকে ভালোবাসার নস্টালজিয়ায় আক্রান্ত করে রেখেছিলেন বাংলা গানের চির তরুণ শিল্পী কুমার বিশ্বজিৎ। অবশ্য তার আগে যাদুময় মহলটা তৈরি করে দিয়েছিলেন তরুণ প্রজন্মের কোকিল কণ্ঠী দিলশাদ কনা।
‘ইউএস বাংলা মেলা ২০২৪’ নামের নাচ গানের এই আনন্দ আয়োজন করেছিল সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ক্লাব অভ ফ্লোরিডা’। অনুষ্ঠানে দুপুরের পর থেকেই ঢল নামে প্রবাসী বাঙালিদের। বেলা তিনটায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি লিটন মজুমদার। ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্লাব অভ ফ্লোরিডা’র চেয়ারম্যান মো. মহসিন ও প্রধান নির্বাহী আব্দুস সালাম চাকলাদার। অনুষ্ঠানের সঞ্চালকের ভ‚মিকায় ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শামীম আল আমিন। দিলশাদ কনা তার গানের ভাÐার থেকে একে একে ওহে শ্যাম, দুষ্ট কোকিল, ডানাকাটা পরী, রাতের সব তারার মতো বিখ্যাত সব গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের। সন্ধ্যা সোয়া ৬টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন ‘সালাম বাংলাদেশ’ শিরোনামের দেশাত্মবোধক গান নিয়ে মঞ্চে হাজির হন কুমার বিশ্বজিৎ। দর্শকরাও তুমুল করতালিতে তাঁকে বরণ করে নেয়। এরপর জনপ্রিয় চন্দনা গো, চতুর্দোলা, ও ডাক্তার, একতারা বাজাইও না, তুমি রোজ বিকেলের মতো কালজয়ী গান গেয়ে প্রবাসীদের সুরের যাদুতে আবিষ্ট করে রাখেন তিনি। ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় গান শেষ হলে সুরের মুগ্ধতা নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শ্রোতারা।
ছুটির দিনে হাজারো ব্যস্ততার মধ্যেও পরিবার-পরিজন নিয়ে এসে অনুষ্ঠান সার্থক করায় প্রবাসী বাঙালিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ক্লাব অভ ফ্লোরিডা’র সভাপতি লিটন মজুমদার। একই সাথে আগামী বছরের ৬ সেপ্টেম্বর পরবর্তী ইউএস বাংলা মেলার আগাম ঘোষণা দেন তিনি।
অন্যান্যের মধ্যে মেলার সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্লাব অভ ফ্লোরিডা’র সাধারণ সম্পাদক সজীব চৌধুরী শামীম, চিফ কো-অর্ডিনেটর মো. আলম আশু, ভাইস প্রেসিডেন্ট মো. আকরাম হোসেন, সৈয়দ মাহবুব, ক্ষুদিরাম শীল, সাইফুল্লাাহ চৌধুরী, এম কে আলম, আব্দুল কাদের সরকার, শ্রীবাস দাস, রফিকুল ইসলাম, আবু নাসের, উপদেষ্টা ইশতিয়াক সিদ্দিকী, মো. মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মিল্টন মজুমদার, কোষাধ্যক্ষ শফিউল আযম বাবু, সহ-কোষাধ্যক্ষ দীপ কুমার দে ও ইয়াসিন কামাল রাসেল, সংস্কৃতি সম্পাদক কে জামান বাবু, সহ-সংস্কৃতি সম্পাদক অমিত বিশ্বাস ও প্রচার সম্পাদক রাশেদুল হাসান তুষার।