ফ্লোরিডাতে ইউএস বাংলা মেলার প্রস্তুতি সভা

3

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা’র আয়োজনে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউএস বাংলা মেলা উপলক্ষে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে ওয়েস্ট পামবিচের ক্রেজি মারিও রেস্তোরাঁয় অনুষ্ঠিত ক্লাবের সভাপতি লিটন মজুমদারের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চাকলাদার, সহ-সভাপতি আব্দুল কাদের সরকার, সাংগঠনিক সম্পাদক মিল্টন মজুমদার, অর্থ সম্পাদক শফিউল আযম বাবু, সংস্কৃতি সম্পাদক কামরুজ্জামান বাবু, প্রচার সম্পাদক রাশেদুল হাসান তুষার প্রমুখ।
প্রস্তুতি সভায় আসন্ন ইউএস বাংলা মেলা সফলভাবে সম্পন্ন করা এবং আগত অতিথিদের কাছে আকর্ষণীয় করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্যও বিভিন্ন ইভেন্ট রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে দক্ষিণ ফ্লোরিডার প্রবাসী বাঙালি অধ্যুষিত কমিউনিটিতে পোস্টার, ব্যানার, ফ্লাইয়ারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে বলে সদস্যদের জানানো হয়।
প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর শনিবারের দিনব্যাপী মেলায় দক্ষিণ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের কোয়ায়েট ওয়াটার্স পার্কে মঞ্চ মাতাবেন বাংলা গানের কিংবদন্তি কুমার বিশ্বজিৎ আর তারুণ্যের আইকন কণ্ঠশিল্পী জেফার ও চ্যানেল আই সেরাকণ্ঠের সামির মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় সাংবাদিক শামীম আল আমিন। মেলায় বাঙালি রসনার একাধিক খাবার ও পোশাকের স্টল থাকবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কালের কণ্ঠ ও বাংলা টাইমস ৩৬০। বিজ্ঞপ্তি