ফ্লাইওভারে ট্রাকের সাথে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

41

আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুইজন হলেন, আশফাক (২২) ও মুরাদ (২২)। আহতরা হলেন, রাফি (২২) ও রিফাত (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, রাত দশটার দিকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে দাঁড়ানো একটি ট্রাককে দুটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়ে দুইজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের পরিচয় জানা যায়নি।