ফ্রেঞ্চ ওপেনের সেরা চারে জিদানসেক

2

ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার নারী এককে পাওলো বাদোশার বিপক্ষে ৭-৫, ৪-৬ এবং ৮-৬ ব্যবধানে জিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছেন তামারা জিদানসেক। ব্যক্তিগত ক্যারিয়ারে তো বটেই স্লোভোনিয়ার মধ্যে তিনিই প্রথম ফেঞ্চ ওপেনের সেরা চারে উঠার যোগ্যতা অর্জন করলেন। ১৯৯১ সালে স্লোভোনিয়ার স্বাধীনতার আগে যুগো স্লাভিয়ার হয়ে মিমা জাউসোভেচ ফরাসি ওপেন জিতেছিলেন ১৯৭৭ সালে। সেই সঙ্গে পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালেও ওঠেন তিনি। ফলে স্বাধীন স্লোভেনিয়ার হয়ে নতুন কীর্তি গড়লেন তামারা। ফাইনালে উঠার লড়াইয়ে তিনি খেলবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা রাশিয়ান খেলোয়াড় আনাস্তাসিয়া পাবলিচেনকোভার বিপক্ষে।