চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ফ্রি চিকিৎসাসেবা পাওয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটি সংবিধানেও নাগরিক কল্যাণের একটি প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশ এখনো সেই সক্ষমতায় পৌঁছাতে পারেনি। জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও চিকিৎসা ব্যয়ের অযৌক্তিক চাপ সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দেবে।
১ নভেম্বর সকালে চৌধুরী নগর ব্রাইটসান হাইস্কুল প্রাঙ্গণে গরিব ও মেহনতি মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে অধ্যক্ষ হেলালী এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, জোন প্রধান ইমরান সিকদার, নুর নবী, ডা. ইমরুল, ডা. সফিক, ডা. শোয়েব, ডা. হুমায়ুন, ড. কুমকুম ধর, মিজানুর রহমানসহ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি











