নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চসিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চসিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করা হয়। কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মামুনুর রশীদ, খাজা আলাউদ্দিন, সবুর খান মাসুম, রমিজুল হক, আবুল কালাম আজাদসহ বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীবৃন্দ।
‘চসিকের সকল সাধারণ কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনের ব্যানারে লেখা হয়েছে-‘কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, ফ্যাসিস্ট হাসিনার দোসর শেখ তৌহিদুল ইসলামকে অপসারণ চাই’।
এতে বক্তারা বলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম চসিকের উন্নয়ন কর্মকান্ড ও অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার একমাত্র বাধা। সিটি মেয়র নগরীর কোন উন্নয়ন কর্মকান্ড করার উদ্যোগ গ্রহণ করলে তিনি তাতে বাধা সৃষ্টি করেছেন। বক্তারা আরো বলেন, ভবিষ্যতে মেয়রের উন্নয়ন কর্মকান্ডে যদি বাধা সৃষ্টি করে তাহলে নগরবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে এবং এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে ৭ কার্যদিবসের মধ্যে অপসারণের দাবি করেন। যদি অপসারণ করা না হয় তাহলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।
বিক্ষোভ চলাকালে নগর ভবনে ছিলেন না মেয়র। সন্ধ্যায় তিনি নগর ভবনে প্রবেশমুখে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে কোন দুর্নীতিবাজ কর্মকর্তাকে রাখা হবে না। প্রধান নির্বাহীকে হোল্ডিং ট্যাক্সের অনিয়মের কারণে শোকজ করেছি। ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’











