মো. আসিফ ইকবাল
বর্তমান সময়ে বাংলাদেশসহ অন্যান্য দেশে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। যাকে আমরা অনেকেই গণমাধ্যমের বিকল্প মাধ্যম হিসেবেও ধরে নিতে পারি। কেননা এ মাধ্যমে সহজেই অনেক কিছুর যোগাযোগ করা সম্ভব। যেখানে ৫ হাজার বন্ধু। আর একটা আইডিতে ৫ হাজার বন্ধুর সাথে সহজে যোগাযোগ একটি গুরুত্বপুর্ণ বিষয়। যাতে করে ম্যাসেঞ্জারে অনেক কিছুই সহজে আদান প্রদান করা সম্ভব। এছাড়াও হাজার ফলোয়ারও থাকে একটা এফবি আইডিতে। সবচেয়ে বড় সুবিধা হল এফবি তালিকার বন্ধুরা পৃথিবীর যেকোন দেশের নাগরিক হতে পারে। যাদেরকে আর ফোনে যোগাযোগ করতে হয়না। সহজেই ম্যাসেঞ্জারে পাওয়া যাও। এমনকি অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছে কিনা তা একটা নীলচিহ্ননে মাধ্যমেও জানা যায়। যাতে করে বন্ধুদের সহজে নক দেয়া যায়। ম্যাসেঞ্জারে লেখা, তথ্য, ছবি, ভিডিও সহজে আদান প্রদান করা যায়। আজকাল যেকোন অনুষ্ঠান, বিবাহ বা অন্যান্য সামাজিক কাজের চিঠি আর তেমন প্রিন্ট করতে হয়না। এফবি বন্ধুদের ম্যাসেঞ্জারে সফট ডিজাইন কপি দিয়ে দিলেই সহজেই চিঠির আদান প্রদান হয়ে থাকে। এক্ষেত্রে বাড়ী, বাসায় যাওয়ার সময় বেঁচে যাচ্ছে, যোগাযোগ খরচ কমে যাচ্ছে। এমনকি ডাকপোষ্ট বা কুরিয়ার খরচ ও সময়ও লাগছেনা। আর ফেসবুকের মাধ্যমে আমরা সহজেই অনেক গুরুত্বপূর্ণ সংবাদ, ভিডিও পেয়ে যাচ্ছি।বিভিন্ন টেলিভিশন, পত্রিকাসহ বিভিন্ন বইয়ের খবরাখবর, তথ্য সহজেই মুহুর্তেই পেয়ে যাচ্ছি। আর এখন এফবি আইডি থাকার কারণে টেলিভিশন, প্রিন্ট পত্রিকা, ঘড়ি, এমনকি খাতা, কলম, পেন্সিলেরও কম ব্যবহার করতে হচ্ছে। এমনকি ফোন বা মোবাইলে কলও করতে হচ্ছেনা। এক্ষেত্রে ফোন খরচও বেঁচে যাচ্ছে। মোটকথা একটি এফবির সঠিক ব্যবহার ব্যক্তিজীবনে অনেক সাশ্রয় বয়ে আনে। এফবির মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ না হওয়া বন্ধু ও আত্নীয়দের সাথেও নিমিষে খ্বু কম সময় এবং খরচে যোগাযোগ করা সহজ হচ্ছে।একটি এফবি একাউন্ট এখন ব্যক্তিজীবনে অতি প্রয়োজনীয় জিনিস।এর ব্যবহার যে যতবেশি সুন্দর ও সঠিক করতে পারবে সে ততবেশি সুযোগ সুবিধা ভোগ করবে।আর ফেসবুকের অপব্যবহার, ভুল পরিচালনা ব্যক্তিজীবনে বড়ক্ষতির সম্মুখীন করে তোলে। আর এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হয় বন্ধু যাচাই বাচাইয়ের ক্ষেত্রে। ফেসবুক বন্ধু তালিকায় অপরিচিত কোন বন্ধুকে তালিকায় রাখা উচিত নয়। এমনকি ফেক আইডি যাতে এফবি তালিকায় যুক্ত না হয় সেদিকেও যথেষ্ট সজাগ থাকতে হয়। আর এফবি তালিকা প্রতি মাস, বছর অন্তর অন্তর হালনাগাদ বা যাচাই বাছাই করা জরুরি। মনে রাখবেন আপনার ফেসবুক আপনার সম্পদ। আবার ফেসবুক আপনার ক্ষতিরও কারণ হতে পারে।যদি আপনি সঠিক বন্ধু সিলেকশন তালিকায় না রাখেন।এক্ষেত্রে এফবিতে যাকে তাতে বন্ধু তালিকায় রাখা যাবে। আপনার জীবনের শত্রু মিত্র চিনতে এফবি বন্ধু তালিকা আপনাকে অনেক সহায়তা করে থাকে। আর মনে রাখতে এফবি তালিকায় একজন খারাপ বা শত্রু বন্ধু থাকাও অনেক ক্ষতির কারণ হয়ে থাকে।আর সেজন্য বন্ধু তালিকায় পুঙ্খানুপুঙ্খভাবে বন্ধু এড করা জরুরি। বিশেষ করে মন মানসিকভাবে সুন্দর, সৃজনশীল, উৎসাহপরায়ন এবং সৎ বন্ধুদের তালিকায় রাখা উচিত। প্রতিহিংসাপরায়ন, লোভী, অসৎ, বদনামকারী, ঈর্ষাপরায়ণ, স্বার্থপর বন্ধুদের তালিকায় কোনভাবে যুক্ত রাখা উচিত না।মন মানসিক ভালো না হলে সে যতবড় পদ বা প্রতিষ্ঠিত এমনকি নিকট স্বজন বা আত্মীয়দেরও এক্ষেত্রে এফবি তালিকায় না রাখায় উত্তমপন্থা।এক্ষেত্রে এফবি ব্যবহারে আমাদেকে অত্যন্ত সচেতন হতে হবে। দুয়েকজন খারাপ বন্ধু যদি এফবি তালিকায় কোনভাবে যুক্ত হতে পারে তাহল- আপনার জীবনের ছোটখাট ভুল ধরার জন্য উৎপেতে থাকবে। আর আপনার চরম ক্ষতির করার জন্য বিনাপয়সায় মারাত্মক গোয়েন্দার চাকুরির মত আপনার পেছনে সময়, শ্রম ও কুবুদ্ধি দিয়ে আপনার ক্ষতি করে থাকবে। তাই এফবি বন্ধু তালিকায় প্রতিটি বন্ধু সম্পর্কে আপনার অনেক সচেতন এবং প্রতিটি সম্পর্কে জানা অতীব জরুরি। কোন ক্ষতিকারক প্রতিহিংসা পরায়ন বন্ধু এফবিতে রাখা যাবেনা। সেজন্য নিয়মিত চেক করে নিতে হবে। বন্ধু তালিকা অবশ্য যোগ বিয়োগ বা হালনাগাদ করতে হবে। আপনার মনের মত বিশ্বাসী বন্ধুদের এফবি তালিকায় রাখতে হবে। মনে রাখতে হবে একটি এফবি একাউন্ট একটি আয়না কিংবা নিজের তথ্য নিজে স্বীকার বা ঘোষণার জায়গা। তাই এফবিতে থাকা প্রতিটি বন্ধুর সম্পর্কে আপনার অনেক তথ্য জানা দরকার। যে সমস্ত বন্ধু আপনাকে হিংসা বা আপনার ভালো চায়না বা আপনার সাফল্যে হিংসাকাতর হয়ে যায় তাদেরকে দ্রুত এফবি বন্ধু তালিকা থেকে বাদ দিন। যে সমস্ত বন্ধু আপনাকে কখনো লাইক, কমেন্ট বা উইশ করেনা তাদেরকেও বাদের তালিকায় রাখতে পারেন। যে সব বন্ধু কখনো আপনার লেখা, ছবি কিংবা আপনার পোস্টে কখনো উত্তর বা কমেন্টস দেয়না এমনকি যেসব বন্ধু আপনার লেখার শব্দে অনিচ্ছাকৃত ভুলগুলো ম্যাসেঞ্জারে না বল কমেন্টসে পাল্টা ভুল পাবলিকলি ধরিয়ে দেয় আপনাকে অপমান বা ছোট করার জন্য সে সমস্ত বন্ধুদের খুব সহসা আপনার এফবি তালিকা থেকে চিরতরে বাদ দিয়ে দিন। যে সব বন্ধু শুধু আপনার ভুল কমেন্টসে বার বার তুলে ধরার জন্য বসে থাকে তাদেরকেও পুরো জীবনের জন্য এফবি তালিকা থেকে বাদ দিন। আর এফবি একাউন্ট পরিচালনায় অত্যন্ত সতর্ক ভূমিকা রাখতে হবে। বিশেষ করে গুজব কোন তথ্য, সংবাদ, ছবি বা ভিড়িও বা কারো মৃত্যু সংবাদ শতভাগ কনফার্ম না হয়ে পোস্ট, শেয়ার, কমেন্টস বা লাইক করা যাবেনা। আর গুজব সংবাদ পরীক্ষণের জন্য দেশের স্বনামধন্য ও নির্ভরশীল প্রচারিত অনলাইন গণমাধ্যম থেকে তথ্য যাচাই বাচাই করে দেখবেন। এমনকি যে সংবাদ আপনার কাছে সন্দীহান হবে সেগুলো ফেসবুকে পোস্ট বা শেয়ার করা থেকে এড়িয়ে যাবেন। আর যেসব বন্ধু ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিক বিষয় আপনাকে ট্যাগ, ম্যাসেঞ্জারে পাঠায় সে সব বন্ধুদেরও তালিকা থেকে বাদ দিয়ে দিন দ্রুত। এমনকি ফেসবুক অপসনে ট্যাগ না আসার অপসন চালু করতে পারেন। মনে রাখতে হবে এফবি যেসন অনেক অনেক উপকার করে অনুরুপ এই এফবি ব্যবহার অসতর্ক হলে আপনার সামগ্রিক জীবন এলোমেলো করে দিতে পারে। একটি নিরাপদ ও স্বচ্ছ ফেসবুক আইডি আপনার চলার পথকে আরো সহজ, সুন্দর ও অধিক সফলতা এনে দিতে সক্ষম। তাই এফবি পরিচালনায় আমাদের অধিক সচেতন এবং দক্ষ হতে হবে। প্রয়োজনে এ বিষয়ে অনলাইন আরে বেশি সচেতন এবং প্রশিক্ষণ জরুরি।
লেখক : কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক