স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আগামী ২০২৫ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের বসের পদে বহাল থাকবেন বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক। গত সোমবার রাত পর্যন্ত প্রেসিডেন্ট পদের প্রার্থী তালিকায় নাম পাঠানোর সুযোগ ছিল। কিন্তু পেরেজ ছাড়া আর কেউ নাম না পাঠানোয় মঙ্গলবার বিজয়ীর নাম ঘোষণা করে রিয়ালের নির্বাচনী বোর্ড।