দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার পর শনিবার (১৪ সেপ্টেম্বর) ২০৬ জন যুদ্ধবন্দি বিনিময় করলো দেশ দুটি। কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মুক্তি পাওয়া ১০৩ ইউক্রেনীয়দের সবাই সামরিক বাহিনীর সদস্য। এর মধ্যে ৮২ জন সেনা এবং ২১ জন অফিসার রয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিনিময়ের আওতায় মুক্তি পাওয়া ১০৩ রুশ সেনাদের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বন্দি করা হয়েছিল। আগস্টে সেখান একটি আকস্মিক হামলা শুরু করেছিল ইউক্রেনীয় বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সেনারা বাড়িতে রয়েছেন। রাশিয়ার বন্দিদশা থেকে আমরা ইউক্রেনে সফলভাবে আরও ১০৩ যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।’ জেলেনস্কি কিছু ছবি পোস্ট করেছিলেন, যেগুলোতে সেনাদের নীল ও হলুদ রংয়ের জাতীয় পতাকায় মোড়ানো থাকতে, একে অপরকে আলিঙ্গন করতে, মোবাইল ফোনে কথা বলতে এবং অজ্ঞাত স্থানে গ্রæপ ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যায়।