দেশের বাজারে আবার কমানো হয়েছে স্বর্ণের দাম। চলতি মাসে আগেও একাধিকবার দাম কমানো ও বাড়ানোর পর এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই দাম রবিবার (২৯ জুন) থেকে কার্যকর হবে। গতকাল শনিবার (২৮ জুন) বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলা ট্রিবিউনের
নতুন দামে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, যা পূর্বের দামের চেয়ে ২ হাজার ৬২৪ টাকা কম। ২১ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, কমেছে ২ হাজার ৪৯৬ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি সোনা ২ হাজার ১৩৫ টাকা কমে নতুন দাম হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৮৩২ টাকা, নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা। এর আগে, ২৫ জুন বাজুস সর্বশেষ সোনার দাম কমায়, যেখানে ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা হ্রাস পেয়ে দাম দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা।