অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। পাঠ্যপুস্তক আগামী মাসের (ফেব্রুয়ারি) মধ্যে সবাই হাতে পাবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। খবর বাংলানিউজের।
শফিকুল আলম বলেন, বাজারে নানা অপপ্রচার চালানো হচ্ছে যে, আগের সরকারের আমলে একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব করতেন, দেখানো হতো যে পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির ১ তারিখে পাচ্ছেন। কিন্তু আসলে আমরা যেগুলো তথ্য পাচ্ছি, ২০১০ সালের পর থেকে বেশিরভাগ সময় পুরোপুরি বিতরণ হতে মার্চ, আবার কোনও কোনও বছর জুলাই মাসও হয়েছে।
এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এমনও হয়েছে যারা কাগজ উৎপাদন করেন তাদের সঙ্গেও সরকার বসেছে।