ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন: ধর্ম উপদেষ্টা

2

পূর্বদেশ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইতোমধ্যে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। আমরা আশা করি, উৎসবমুখর পরিবেশেই সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারাই নির্বাচিত হবেন, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে।
গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। যদি কোনো কারণে এটি ভঙ্গ হয়, তাহলে দেশের অগ্রগতি, দেশের ইমেজ নষ্ট হবে। এ কারণে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করেছি, যা যথা সময়ে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দেশে অস্থিশীল পরিস্থিতি করে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশে বিভিন্ন আন্দোলন মানুষ করতে পারে। এসব যত ইস্যুই তৈরি করুন না কেন, আমরা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্যই আমরা প্রস্তুত আছি।
মডেল মসজিদের অনিয়ম-দুর্নীতি নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রায় সাড়ে ৩০০ মডেল মসজিদ নির্মিত হয়েছে। এসব মডেল মসজিদে যারা অনিয়ম-দুর্নীতি করেছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মসজিদ থেকে কোনো আলেম বিদ্বেষ বা হিংসা ছড়ান না, তারা ভালোবাসার আহবান ছড়িয়ে দেন। যদি না দিতেন, তাহলে দেশ অগ্নিগর্ভ হয়ে যেত। আগামী দিনে এই দেশকে, আমাদের মাতৃভূমিকে, আরো এগিয়ে নিয়ে যাবো। ‘চোর যেন আগামী দিনে রাষ্ট্রক্ষমতা না পায়, সেজন্য পাহারা দিতে হবে’ এ বলে সতর্ক করেন তিনি।