রাউজান প্রতিনিধি
রাউজানের সাবেক সংসদ সদস্য ও রাউজান সরকারি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে কে মনোনয়ন পাবে, কে পাবে না এটি মুখ্য বিষয় নয়। তবে ফেব্রুয়ারিতেই এই দেশের মাটিতে নির্বাচন হবেই হবে। পরিবর্তন আসবেই, কারণ এভাবে একটি দেশ বা জাতি চলতে পারে না।
তিনি আরও বলেন, দুঃখজনক ও হতাশার বিষয় হলো, জাতীয়তাবাদী দলের একজন সমর্থক মারা গেলে বলা হয়- তিনি দলের কর্মী নন। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রাউজানে র্যাবের একটি স্থায়ী কার্যালয় স্থাপনের আবেদন জানিয়েছি, কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজান সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নওয়াজ চৌধুরী। রাউজান সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নুরুল হুদা, সৈয়দ মনজুরুল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রেজাউর রহিম আজম, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, লিটন মহাজন, রাসেল খান, শাহাদাত মির্জা, তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও হাসান বাহাদুর। বক্তব্য রাখেন রাউজান কলেজের শিক্ষক জহুরুল আলম জীবন ও শওকত ইবনে হোসেন, এম. এস. নওয়াজ, বাপ্পা কুমার দাশ, জাহেদুল ইসলাম, মুরাদ, ফরিদুল আলম, পারভেজ, পৌরসভা ছাত্রদল নেতা সোহেল খান এবং তরুণদল সভাপতি মোহাম্মদ রুমান।
রাউজান কলেজ ছাত্রদল নেতা মো. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রবিন, রুমান, ফয়সাল, নাফিস, আশরাফুল, ফাহিম, নিলয়, তাসিফ, ওয়াহেদ, প্রিতুন, শাহেদ, আশিক, টুটুল, তাবাব, রওশন, সৈকত, জিসান, আলিফ, আরিফ ও রিজভী প্রমুখ। এর আগে ২০১৫ সালে সর্বশেষ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।











