নন্দনকানন শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদের উদ্যোগে এবং অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ এর সার্বিক তত্ত¡াবধানে ফেনীর লেমুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের নির্দেশনায় গত ২৬ ও ২৭ আগস্ট ট্রাকভর্তি ত্রাণ সামগ্রী বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা পানিবন্দী থাকা কিছু মানুষকেও এসময় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এ কার্যক্রমে প্রধান সমন্বয়কারী ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশনের আন্তর্জাতিক প্রচার সম্পাদক বিকাশ কান্তি নাথ। আর্থিক সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন কানাডা প্রবাসী কৌশিক বিশ্বাস, ইউএই প্রবাসী বন্ধন দেবনাথ, প্রকাশ নাথ, প্রসাদ, চট্টগ্রাম থেকে ডা. সবুজ ধর, ডা. মনোজ চৌধুরী, হরিসাধন ধর, স্বপন ধর, চন্দ্রনাথ পাল, জহরলাল দত্ত, সঞ্জিত দেবনাথ, বিধান ধর, শ্যামদাশ ধর, অ্যাড. মধুসূদন দাশ, রূপন দে, বাঁশিরাম দে, অ্যাড. সুজন দে, তপন দাশ সহ অনেকে। ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও সহযোগিতা করছেন তুলসীধামের ভক্ত সেবক এবং অদ্বৈত-অচ্যুত মিশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। দুর্গত এলাকায় খাবার, পানি, মোমবাতি, ম্যাচ সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি