বাংলাদেশ চলচ্চিত্রের মার্শাল আর্ট খ্যাত চিত্রনায়ক ও পরিচালক মাসুম পারভেজ রুবেল বলেছেন, আমাকে আমার জন্মদাতা পিতা জন্ম দিলেও আমার আরেক পিতা রয়েছেন তিনি হলেন বাংলাদেশের মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলম। তিনি যদি মার্শাল আর্ট জগতে আমাকে জন্ম না দিতেন তাহলে আমি আজ চলচ্চিত্র এবং বাংলাদেশের মানুষের কাছে লড়াকু নায়ক মাসুম পারভেজ রুবেল হতে পারতাম না। আমি আজ আপনাদের সামনে দাড়িয়ে গর্ব করে কথা বলতে পারতাম না। তাই আমি আবারও বলছি আমার জন্মদাতা পিতা একজন এবং আরেক পিতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ একটি কনভেনশন সেন্টারে ফেডারেশন অব আই টি এফ বাংলাদেশ আয়োজিত সংগঠনের অভিষেক, শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক পিপি এডভোকেট মো. মহসিন, মহান অতিথি ছিলেন ফেডারেশন অব আই টি এফ’র সভাপতি ও প্রধান প্রশিক্ষক মোক্তার হোসেন, প্রধান বক্তা ছিলেন ৭ম ড্যান (বিএমএসিএফ) প্রফেসর অজয় দে। সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো. আলী আকবরের সভাপতিত্বে ও সদস্য মনির উদ্দিন নজরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ডা. শফি, সার্জেন্ট (অব) এইচ এম মিজানুর রহমান, ফাইটার কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক নাছির উদ্দিন নাছিম, সহসভাপতি আফতাব ফারহান, যুগ্ম-সম্পাদক মো. মঈনুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদা ঈশিতা ও সংগঠনের সকল সদস্য সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি