ফুলছড়ি খাল-ছড়া থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির ছড়াখাল থেকে বালু উত্তোলন চলছে। স্থানীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, ফসলি জমি, মসজিদ এবং ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এর আগে এ বিষয়ে ভুক্তভোগীরা চকরিয়া ইউএনও অফিসে পৃথক অভিযোগ দাখিল করেছেন।
খোঁজ নিয়ে দেখা যায়, ইউনিয়নের ছড়াপাড়ার বাসিন্দা মৃত তৈয়ম গোলালের ছেলে ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের নেতৃত্বে ঐ এলাকার প্রভাবশালী নুর হোসেনের ছেলে নুরুল আবছার, আওয়ামী কর্মী বাইট্যা জাফরের ভাগিনা মেম্বার নুরুল আজিম মিলেমিশে ছড়াখালের কয়েকটি স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু তুলছেন। এতে ছড়া তীরে বড় বড় ফাঁটলের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসে গেছে। ফলে যে কোনো সময় বাঁশকাটা সড়কের কোটি টাকার পাউবো গেইট-ব্রিজ ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঐ এলাকার ছড়া তীরবর্তীতে বসবাসকারী বাসিন্দারা জানান, বালু না তুলতে তাদের অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এছাড়াও তারা দিন-রাত ট্রাক ও ডাম্পার গাড়িযোগে বালু পরিবহন করায় আশেপাশের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার বালু তোলার কারণে ছড়া তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে।
স¤প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সর্বশেষ গত ৪ জুন ওই এলাকায় অভিযান চালিয়ে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ছড়াখাল থেকে বালুর মেশিন-পাইপ জব্দ করা হয়। পরে জব্দকৃত মেশিন ও পাইপ স্থানীয় ফুলছড়ি বনবিভাগের হেফাজতে দেয়া হয়।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ করলেও কাজ হয়নি। মোটা অংকের টাকার বিনিময়ে ফের ছড়াখাল থকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঐ চক্রটি।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি ছড়াখালে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। খবর নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।