ফুটবল রেফারি অ্যাসো’র মুজিববর্ষ কার্যক্রম স্থগিত

14

চট্টগ্রাম ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের আজ ও আগামীকালের সকল কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল অ্যাসোসিয়েশনের এক জরুরী সভায় দেশের সার্বিক পরিস্থিতির আলোকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে আজকের নতুন রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনসহ সংবর্ধনা ও নির্বাহী কমিটির সভা এবং আগামীকালের মুজিববর্ষ উপলক্ষে আনন্দ সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত ঘোষনা করা হয়। নতুন তারিখ আলোচনা সাপেক্ষে পরে জানানো হবে। গতকাল গৃহীত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এড. মনজুরুল ইসলাম। বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরণসহ প্রনব দেব দাশ, বিশ^জিত সাহা, আব্দুস শুক্কুর রানা ও শরীফুজ্জামান খান টিপু।