ফুটবল খেলার সময় হিটস্ট্রোকে তরুণের মৃত্যু

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ফুটবল খেলার সময় হিটস্ট্রোকে মো. সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মুরাদপুর সিরাজ ভ‚ঁইয়া রাস্তার মাথা এলাকায় এলবিয়ন ল্যাবরেটরিজের ভরাট একটি মাঠে ফুটবল খেলার সময় এই হিটস্ট্রোকের ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের বর্তমান বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি এলবিয়ন ল্যাবরেটরিজের ওষুধ কোম্পানির প্রোডাকশনে কাজ করতেন। তিনি মুরাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঢালিপাড়ায় বসবাস করতেন।
জানা যায়, সপ্তাহে ৬ দিন বাড়ির পাশে ঔষধ কোম্পানি এলবিয়নে কাজ করে সাকিব। বাড়তি কিছু টাকার জন্য ওভারটাইমও করেন তিনি। গতকাল শুক্রবার বন্ধের দিন হওয়ায় বন্ধুদের নিয়ে বাড়ির পাশে এলবিয়নের একটি ভরাট মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলাও শুরুর পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সাথে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ আসর ডালিপাড়া জামে মসজিদে তার নামেেজ জানাযা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি একটা ছেলে ফুটবল খেলতে গিয়ে অত্যাধিক গরমের মধ্যে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন।