ফুটবল কোচেস এসোসিয়েশনের নির্বাচনের তারিখ ঘোষণা

1

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় আগামী ৩০ নভেম্বর ২৫ অথবা ৮ ডিসেম্বর ২৫ এসোসিয়েশনের নির্বাচনের সাম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এসোসিয়েশনের আহব্বায়ক নজরুল ইসলাম লেদু গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে তার সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের সদস্য সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সঞ্চালনায় সংগঠনের আহব্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ কায়সার তার বক্তব্যে সংগঠনের জন্য প্রণীত গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহব্বায়ক এম. এ কাশেম। এতে গঠনতন্ত্রের আলোকে আলোচনায় অংশ নেন সিনিয়র কোচ ইবাদুল হক লুলু, আ ন ম নুরুল কুদ্দুস চৌধুরী, মাহবুবুর রহমান, মমিনুল হক খোকন, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ মামুনুল ইসলাম মামুন, জাহেদ পারভেজ, মীর হোসেন, সাইফুল আলম, আনিসুর রহমান, মো. জালাল মো. বাদশা ও মি. মনি। এ সময় এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে মো. আলী, মো. শামসুদ্দিন, আবু সরোয়ার চৌধুরী, নাজিমুদ্দিন নাজু, সাইদুল ইসলাম বুলবুল, হায়দার কবির প্রিন্স, মো. নাসিরউদ্দিন, মো. ইব্রাহিম ও একরাম আফসারসহ সংশ্লিষ্ট’রা উপস্থিত ছিলেন।