বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম জেলা ফুটবল একাডেমী এসোসিয়েশন গঠনকল্পে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সিআরবি তাসফিয়া গার্ডেনে সাবেক ফুটবল খেলোয়াড় ও কোচ মো. শামসুউদ্দীন চৌধুরী সভাপতিত্বে ও চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ তৌহিদ ও শিকলবাহা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ এর যৌথ সঞ্চানালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাফুফের নিবন্ধিত চট্টগ্রাম জেলার ২৫টি একাডেমির সম্মানিত প্রতিনিধি বৃন্দ। চট্টগ্রাম ট্রেনিং সেন্টার ফুটবল একাডেমির প্রতিনিধি আবদুল হান্নান মিরন, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমির প্রতিনিধি মহসিন সাজু ও সাইমন আহমেদ সাহেদ, শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রতিনিধি আবদুল কাদের, এ প্লাস ফুটবল একাডেমির প্রতিনিধি সফিকুল আলম বশর,বিহঙ্গ ফুটবল একাডেমীর প্রতিনিধি নেয়ামতুল্লাহ তৌহিদ, পাঠানটুলি ফুটবল একাডেমীর প্রতিনিধি মোং আলাউদ্দীন ও আনিস,এবি ফুটবল একাডেমির প্রতিনিধি আবু বক্কর, পটিয়া ফুটবল একাডেমির প্রতিনিধি আবু বক্কর, আনোয়ারা ফুটবল একাডেমির প্রতিনিধি আমিন ফারুক, বড়উঠান ফুটবল একাডেমির প্রতিনিধি বাহার হোসেন খান, সাতকানিয়া ফুটবল একাডেমির প্রতিনিধি নজরুল ইসলাম, ফিউচার ফুটবল একাডেমির প্রতিনিধি মোং ফয়সাল, সন্ধানী ফুটবল একাডেমির প্রতিনিধি মানিক মিয়া,পতেঙ্গা ফুটবল একাডেমির প্রতিনিধি পাভেল, পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমির প্রতিনিধি ডাঃ আজিজ, পচ্ছিম ডলু ফুটবল একাডেমির প্রতিনিধি মোং শাহাদাত, গন্ডামারা স্পোর্টস একাডেমির প্রতিনিধি পারভেজ মোশাররফ, সাতকানিয়া ফুটবল একাডেমীর প্রতিনিধি আরেফিন জোবাইর এবং অনলাইনে যাঁরা যুক্ত হয়েছেন বাকলিয়া ফুটবল একাডেমীর প্রতিনিধি মো: আনোয়ার, ফরিদ ফুটবল একাডেমির প্রতিনিধি মো: ফরিদ, ব্রাদার্স ফুটবল একাডেমির প্রতিনিধি মাহবুবুর রহমান মাহবুব, চট্টগ্রাম ফুটবল একাডেমীর প্রতিনিধি আবু সারোয়ার,সন্দীপ ফুটবল একাডেমীর প্রতিনিধি সাহাবউদ্দীন। মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুবকে আহব্বায়ক ও মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে এতে সকলের সম্মতিক্রমে ৯ সদস্য বৈশিষ্ট্য একটি অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয় আহব্বায়ক মাহবুর রহমান মাহবুব সদস্য সচিব মো. সামসুদ্দীন চৌধুরী, বাকি সদস্যরা হলেন আবু সারোয়ার, মো. নাসির, মোহাম্মদ আইয়ুব,নিয়ামতুল্লাহ তৌহিদ,নুর জাহেদ বাবলু,মোঃ মোহাম্মদ ফরিদ, মো. আমিন ফারুক।