ফুটবলার সোমার বাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, সহযোগিতা কামনা

1

ক্রীড়া প্রতিবেদক

জনপ্রিয় প্রমিলা ফুটবলার, চট্টগ্রাম জেলা বালিকা ফুটবল দলের সেরা ফরোয়ার্ড সোমা সর্দার এর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এক সপ্তাহ আগে পটিয়ার নাইখাইন গ্রামে তাদের কাঁচা ঘরটিতে কিভাবে আগুন লাগে তা জানা না গেলেও এতে দরিদ্র পরিবারটির বসতবাড়ি সম্পুর্ন ভষ্মীভুত হওয়ার সাথে সমস্ত টাকা পয়সা, গয়না, স্কুলের বইখাতা, খেলার সমস্ত জার্সি-বুট, মেডেল, বিকেএসপির ট্রেনিং সার্টিফিকেট সব ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে আশ্রয়হীন পরিবারটি এখন বসবাস করছে খোলা আকাশের নীচে অনাহারে, অর্ধাহারে।
চট্টগ্রামের ফুটবলাঙ্গনে সবার প্রিয় মুখ সোমা এবারও জেলা দলের পক্ষে ৩ ম্যাচে ৩ গোল করেছে। নাইখাইন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সোমার অ্যাকাডেমিক ক্যারিয়ারও পড়েছে চরম ঝুঁকির মুখে। এমতাবস্থায় একজন প্রতিশ্রæতিশীল ফুটবলার ও তার পরিবারকে সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন চট্টগ্রাম ওমেন্স ফুটবল অ্যাকাডেমির সভাপতি ডা. সৈয়দ সাইফুল ইসলাম।