ফুটন্ত ফুল আসরের বৃত্তি পরীক্ষা

1

ফুটন্ত ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা’ ২৪ গতকাল ২১ ডিসেম্বর দোহাজারির আ. রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। “শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে ধারণ করে ২য় শ্রেণি থেকে নবম শ্রেণির স্কুল ও মাদ্রাসার ৯৭৯ জন শিক্ষার্থী এ পরীক্ষা অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিক ও অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ সোলাইমান ফরিদ, চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, নাহার বিল্ডার্স এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি প্রমুখ। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা এক অনন্য ভুমিকা পালন করে।-চন্দনাইশ প্রতিনিধি