ফিলিস্তিন মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার তীর্থভূমি : বাদশা

1

নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বলেছেন, ফিলিস্তিন মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার তীর্থভূমি। এখানে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মাকদিস অবস্থিত। সা¤প্রতিক সময়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর জায়নবাদী ইয়াহুদীদের বর্বরতম হামলা বিশ্ব বিবেকের কাছে এক নিকৃষ্টতম অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। বিশেষ করে এখানকার নারী ও শিশুদের মানবিক বিপর্যয়ের যে ঘৃণ্যতম উদাহরণ ইসরাইলি সন্ত্রাসীরা সৃষ্টি করেছে তা বিশ্বের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান পাবে। বিশ্ব মোড়লদের উচিত মানবতার পক্ষে অবস্থান নিয়ে ইয়াহুদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে করে ফিলিস্তিনের নির্যাতিত মানবতা তাদের অধিকার ফিরে পায় এবং জায়নবাদী সন্ত্রাসীদের যথাযথ শাস্তি নিশ্চিত হয়।
তিনি গতকাল জুমার নামাজের পর চকবাজার এলাকায় ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মো জাবেদুল হক, বিএনপি নেতা মানসুর সওদাগর, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিম, চকবাজার থানা তাঁতীদলের আহবায়ক আবদুল মালেক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, মোহাম্মদ রায়হান, মোস্তফা আলম কিশোর প্রমুখ। বিজ্ঞপ্তি