ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চান্দগাঁও থানা বিএনপির মিছিল

1

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিল বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও চান্দগাঁও থানা বিএনপি নেতা ম হামিদ এর নেতৃত্বে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নতুন চান্দগাঁও থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার।
তিনি বলেন, বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে। অবৈধ দখলদার ইসরায়েল শুরু থেকে মানবাধিকার লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাদের এ বর্বরতা ও নির্মমতা ইতিহাসের সকল নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাজায় ধ্বংস ও হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানায়। বিশ্বনেতারা যারা মানবতার কথা বলেন, তারা ফিলিস্তিনে হামলার ঘটনাগুলোতে চোখ বন্ধ করে রাখেন। আমরা তাদের ধিক্কার জানাই।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক গিয়াস উদ্দিন ভ‚ইয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, সহ-সভাপতি হাজী আইয়ুব, আকতার হোসেন, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন।
বক্তব্য দেন শাহনেওয়াজ চৌধুরী মিনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইসকান্দর হোসেন, বিএনপি নেতা ফজল আজিম মাসুম, ফরিদুল আলম, মো. আলম, মো. আলমগীর, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, যুবদলের যুগ্ম আহবায়ক মো. রিজোয়ান, ইউসুফ আলী লিটন, মো. জসিম, আব্দুল মান্নান, শফিউল্লাহ মামুন, জহুরুল ইসলাম জহির, শামশুল আলম, যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন সোহেল, ইসহাক জয়, রায়হান সিদ্দিকী, আব্দুর রশিদ, মো. পারভেজ, মুরাদ, বাহাদুর, মান্নান, কাইছার, আকমল, নাঈম, শাহালম, মো. মোক্তার, ফরহাদ, সাইফুদ্দিন মানিক, রাজু মিয়া, রাজু হাসান, ইমন, ছাত্রদল নেতা সাফায়াত হোসেন সোহান, সাকিব, জিসান, ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি