করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ফিলিস্তিনকে ১০ হাজার পরীক্ষার কিট ও ভেন্টিলেটর দিয়েছে চীন। বার্তা সংস্থা ওয়াফার বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। চীন থেকে আসা এসব সামগ্রী গ্রহণ করেছেন ফিলিস্তিনের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মাজেদ ফারাজ।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা পরীক্ষার সামগ্রী পৌঁছানোর আগে আমাদের মাত্র কয়েকটি অবশিষ্ট ছিল। এখন উল্লেখযোগ্য পরিমাণ কিট আছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, তাদের মাত্র ২৯৫টি ভেন্টিলেটর রয়েছে। এগুলোর মধ্যে পশ্চিম তীরে ১৭৫ ও গাজায় ১২০টি রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে ফিলিস্তিন ৫১ জন চিকিৎসক বাড়িয়েছে। একই সঙ্গে হাসপাতালে নার্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই কাইলা এসব পরীক্ষা সামগ্রীর জন্য জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গুয়ো ওয়েই জানিয়েছেন, এক ফিলিস্তিনি কর্মকর্তার অনুরোধে চীনা চিকিৎসকের একটি দল ফিলিস্তিন পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।