ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তান্ডবে নিহত ৮

1

ফিলিপাইনে সামুদ্রিক ঘূর্ণিঝড় (টাইফুন) মান-ইর তান্ডবে আটজন নিহত হয়েছে। শক্তিশালী এই ঝড়ের তান্ডবে কাটানডুয়ানেস দ্বীপের গ্রাম-শহরগুলোতে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
খবর আল জাজিরার। এছাড়া সেখানকার বসতঘরগুলো ভেঙে গেছে। কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এক মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ছয়টি বড় ধরনের ঝড় হলো।
স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের স্থায়ী গতি ছিল ১৯৫ কিলোমিটার।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস হয়েছে। এতে আটজনের মৃত্যু হয়েছে ও তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ম্যারকোস বলেছেন, যেমনটা আশঙ্কা করা হয়েছিল এই ঝড় ততটা আগ্রাসী হয়নি।