স্পোর্টস ডেস্ক
কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ফিফটির পর গেøন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ৩৩১ রানের লক্ষ্যে নেমে ফখর জামান লড়াই করেছিলেন। কিন্তু তিনি আউট হতেই যেন হার বরণ করে নেয় পাকিস্তান। যদিও তৈয়ব তাহির ও সালমান আগা সামান্য প্রতিরোধ গড়েছিলেন। ব্যাটারদের গড়া ভিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭৮ রানে জিতেছে। ৫ চার ও ৭ ছয়ে ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। শাহীন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি গেছে আবরারের পকেটে। ফখর ৬৯ বলে ৮৪ রানে থামেন ফিলিপসের বলে। স্যান্টনার আর হেনরি, দুজনেই তিনটি করে উইকেট নেন। দুটি পান ব্রেসওয়েল।