ফিরিঙ্গী বাজার লাকী স্টার ও পটিয়া উপজেলার জয়

22

আবার হেরেছে শতদল ক্লাব। বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগে গতকাল তারা পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কাছে ০-১ গোলে পরাজিত হয়। প্রথমার্ধের ৩২ মিনিটের সময় পটিয়ার শেফায়তুল আলম বক্সের ভেতর থেকে হেড দিয়ে গোল করেন। পটিয়া ৫ খেলা শেষে ৭ পয়েন্ট এবং শতদল ক্লাবও সমান খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। দুর্দান্ত প্রতাপে লিগ শুরু করা শতদল আগের ম্যাচে হেরেছিল কর্নফুলি ক্লাবের কাছে।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ইয়াছিন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলি হাসান রাজু।
এদিকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব ১-০ গোলে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় বিজয়ী দলের আরিফ দূরপাল্লার শটে বল সরাসরি জালে প্রবেশ করিয়ে দেন। চার খেলা শেষে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের পয়েন্ট ৬ এবং রেলওয়ে রেঞ্জার্স সমান খেলায় ৩ পয়েন্ট পেয়েছে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের আরিফ। তার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এস এম আবদুল্লাহ্ আল মামুন।
এদিকে বঙ্গবন্ধু ১ম বিভাগ ও প্রিমিয়ার ফুটবল লিগের খেলাগুলি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তিতে খেলার ফিক্শ্চার যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।