গত ১৫ এপ্রিল ফিরিঙ্গীবাজার টেকপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চুরাশি পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি গত ১৬ এপ্রিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সাথে সমবেদনা জানান এবং তাদের ঘর নির্মাণের জন্য ২০ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, অগ্নিকান্ডে আহতদের নগদ ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত চুরাশি পরিবারের প্রত্যেককে চাল, লুঙ্গি, শাড়ি ও শার্ট উপহার প্রদান করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে মোহাম্মদ মনজুর আলমের সাথে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ফরিদুল আলম মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন মোহাম্মদ মনজুর আলম হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়, পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, আত্মীয়-স্বজন, অলি-আউলিয়াদের মাজার জেয়ারত, গরীব-ধনী, আত্মীয়-স্বজন, এতিম, হাফেজ, আলেম ওলামাসহ নানা শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ১ বৈশাখ নববর্ষ উদযাপন করেন মোহাম্মদ মনজুর আলম। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রবিবার মোস্তফা হাকিম ভবনে বাদ ফজর খতমে কোরআনে পাক, আলেম ও হাফেজ সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা ও নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ২ বৈশাখ সকালে মোস্তফা হাকিম করপোরেট ভবনে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে মাদাম বিবি শিপ ব্রেকিং এলাকায় অস্বচ্ছল ৩ শতাধিক নারী পুরুষ ও শিশুদের হাতে নতুন বস্ত্র উপহার দেন তিনি। বাংলা নববর্ষে অস্বচ্ছল মানুষগুলো যাতে নতুন কাপড় পরিধান করে বর্ষবরণ করতে পারে সে লক্ষ্যেই তিনি এ কর্মসূচি হাতে নেন। নতুন বস্ত্র উপহার প্রদানকালে মনজুর আলম বলেন, ঈদের পর বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আমরা বাঙালি, বাংলা আমার মায়ের ভাষা, ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা যুদ্ধ করেছি। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। আমাদের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতি সবই বাংলা ভাষা ঘিরে।
তিনি আরো বলেন, অপসংস্কৃতি পরিহার করে জাতীয় সংস্কৃতি লালন পালন করে আমাদের জাতীয় ঐতিহ্য সুরক্ষা করতে হবে। বাংলা নববর্ষে মোস্তফা হাকিম ভবনে এবং মোস্তফা হাকিম শিল্প গ্রুপের কর্পোরেট হাউজে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান। এ সময় অত্র গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি