ফিফা রেফারি নয়নের মালয়েশিয়া যাত্রা

30

এএফসি রেফারিজ রিক্রয়েটমেন্ট ফুটবল কোচিংয়ে অংশ নেয়ার লক্ষ্যে চট্টগ্রামের ফিফা রেফারি জিএম চৌধুরী নয়ন গতকাল রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এএফসি হাইজে আগামীকাল ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী এ কোর্সে সফলতা পেলেই এলিট রেফারি ক্লাবে ঢুকে যাবেন জিএম চৌধুরী নয়ন। এ জন্য তিনি চট্টগ্রামবাসীর কাছে দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত, গতবছরও তিনি এ ধরণের অপর এক কোর্সে অংশ নিয়ে সফল হওয়ার পর এই কোর্সের জন্য তাকে মনোনীত করা হয়। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে এই কোর্সে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি