ফায়ার সার্ভিসের উদ্যোগে জেলা পুলিশ সদস্যদের মাঝে অগ্নি নিবার্পন প্রশিক্ষণ

89

জেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে পুলিশ সদস্যদের মাঝে অগ্নি নিবার্পন প্রশিক্ষণ ও একটি মহড়া অনুষ্ঠিত হয়। গত সোমবার সকালে জেলার নিউ পুলিশ লাইন্স সুখিনীলগঞ্জ মাঠে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণের উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাঈন উদ্দিন চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অগ্নি নিবার্পন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কোথাও কোন আগুনের সূত্রপাত হলে প্রাথমিক ভাবে কিভাবে আগুন নেভানো যায়,আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা আগুন নেভানোর জন্য সহযোগিতা করতে পারে। ভ‚মিকম্প ও আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা কিভাবে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করা যায় প্রকৃতি বিষয়ে অগ্রিম ধারনা প্রদান করা। তিনি বলেন, জেলা পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নি নিবার্পন প্রশিক্ষণ যথাযথভাবে আয়ত্ত করে অগ্নিকান্ড রোধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে জেলা ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণসহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।