ফাহাদের সেঞ্চুরিতে মমতা স্কুল বিশাল ব্যবধানে জয়ী

1

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর চট্টগ্রাম পর্ব গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লি. (চট্টগ্রাম রিজিওন) এর এসভিপি এন্ড রিজিওনাল হেড সরকার মেহেদী রেজা। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক, সৃজন গ্রামার স্কুলের সহকারী অধ্যক্ষ হামিদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় সানশাইন গ্রামার স্কুল ১০৬ রানের বড় ব্যবধানে সৃজন গ্রামার স্কুলকে পরাজিত করে। টসে জিতে সানশাইন প্রথমে ব্যাট করতে নামে। তারা ৩৭.৫ ওভার ব্যাট করে ১৭৯ রানে অল আউট হয়। দলের পক্ষে মাহির শাহরিয়ার সর্বোচ্চ ৩৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৬ থেকে। এছাড়া মিফতাহুল আলম ২৪,ইমরান হাসান সামি ১৯, ইব্রাহিম ১৭,আওসাফ খান ১৫ এবং মোসলেম উদ্দিন ১৩ রান করেন। সৃজন গ্রামার স্কুলের মাহিন ৩টি,রিয়াদ ৩টি এবং মারুফ ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান জিহানউদ্দিন এবং দুর্জয়। জবাবে সৃজন গ্রামার স্কুল ২৯ ওভার খেলে মাত্র ৭৩ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে বিদ্য ১৮ এবং রিয়াদ অপরাজিত ১৪ ছাড়া আর কেউই দু’অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। সানশাইন গ্রামার স্কুলের পক্ষে ২টি করে উইকেট নেন আরশাদুল হক,আদিল চৌধুরী, আবদুল্লাহ আল সাইয়িদ এবং মাহির শাহরিয়ার। ১টি উইকেট পান ইমরান হাসান। বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মমতা স্কুল ৩৩৯ রানের বিশাল ব্যবধানে চিটাগাং আইডিয়াল স্কুলকে পরাজিত করে। টসে হেরে মমতা স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ৪২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে। সাত নম্বরে খেলতে নামা ফাহাদ ফারুক ৮৬ বল খেলে ২৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩৯ রান করেন। এছাড়া শাওন ৬৭, সৌরভ ৩৪, সালমান ৩১, ফাহিম ২৪,জয় এবং তামিম ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ রান। চিটাগাং আইডিয়াল স্কুলের পক্ষে অনিক ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন মারিয়ান ও জাহিদ। ১টি করে উইকেট দখল করেন ফাহিম এবং প্রতীক। জবাব দিতে নেমে ১৫.৫ ওভার খেলে মাত্র ৮২ রানে বুক্ড হয়ে যায় আইডিয়াল স্কুল। দলের খোকা ২৭ এবং আলিফ ১৪ ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। দলের সর্বোচ্চ ৩১ রান আসে অতিরিক্ত থেকে। মমতা স্কুলের সৌরভ ১৪ রান দিয়ে ৩টি এবং রাজু ৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান ফাহাদ ফারুক, মাসুম, শাওন এবং সালমান।