কোটাবিরোধী আন্দোলনে মুরাদপুরে নাশকতাকারীদের হামলায় নিহত মো. ওমর ফারুকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল মঙ্গলবার দুপুরে নিহত ওমর ফারুকের স্ত্রী তার সন্তানদের নিয়ে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী সাথে দেখা করেন। মেয়র তাদের সমবেদনা জানান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে তাদের আর্থিক সহায়তা দেন। এসময় মেয়র ওমর ফারুকের সন্তানদের সিটি কর্পোরেশনের স্কুলে বিনামূল্যে লেখাপড়া করানোরও ঘোষণা দেন। বিজ্ঞপ্তি