চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ ফেব্রুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- এম আইনুল কবির, বিপিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া। শিক্ষক দিপ্তী বড়ুয়া ও বাপ্পি শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, আলোচনায় অংশ নেন- শিক্ষক যথাক্রমে তাহমিনা আক্তার, মাওলানা মোজাহেরুল ইসলাম, সালমা হোসেন শাহিন, টিটু রানী দে, তিলয় বড়ুয়া, রূপন কান্তি দে, আসমা তাহের, সাদিয়া নুর জেনি, মুক্তা আক্তার, রীমা আক্তার, সানজিদা তৈয়ব রুচি, মো. সেলিম হোসেন, মো. শফিকুল আলম, আনজু আরা খাতুন প্রমুখ।