ফাজিলপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, চট্টগ্রামের দ্বি-বার্ষিক সভা

1

নগরীর আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে ফাজিলপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, চট্টগ্রামের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১৭ মে বিকালে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রধান অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জমান ও ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াল উল হক। সমিতির বিগত তিন বছরের কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাচ্চু। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন এজিএম প্রস্তুতি কমিটির আহবায়ক শিল্পপতি মোহাম্মদ শাহ জাহান লিটন। সভায় বিগত তিন বছরের সমিতির কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন ফাজিলপুর সমিতি ঢাকার সভাপতি ড. বেলাল উদ্দিন আহমদ। সমিতির জীবন ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে ২০২৫-২৭ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি সকলের সম্মতির ভিত্তিতে ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদের সদস্য মো. শাহ আলম। এতে মোহাম্মদ শাহ আলমকে সভাপতি ও আবদুল মান্নান বাচ্চুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন: সহ-সভাপতি রবিউল হক রফিক, রবিউল হক রবি, মোজাম্মেল হক, মনজুরুল হক, মোহাম্মদ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মন্টু, এড. সরওয়ার আলম শিমুল, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম, প্রচার-প্রকাশনা সম্পাদক শওকত আহমেদ, সহ প্রচার-প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব মোরশেদ সংগ্রাম, আপ্যায়ন সম্পাদক আবদুর রহিম, সহ আপ্যায়ন সম্পাদক শহিদুল্লাহ লিটন, আইন বিষয়ক সম্পাদক এড. মোশারফ হোসেন, স্বাস্থ্য্য বিষয়ক সম্পাদক ডা. মশিউর রহমান সাগর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুর নাহার, নির্বাহী সদস্য আমজাদ হোসেন রানা, নির্বাহী সদস্য মোবারক হোসেন রুবেল, নির্বাহী সদস্য হেদায়েত উল্লাহ। সভায় সমিতির সদস্যদের সন্তানদের মধ্যে যারা বিগত দুই বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা করা হয়। বিজ্ঞপ্তি