ফাইনালে নামলেই ইতিহাস মেসির

1

 

স্বপ্নের মতোই এবারের কোপা আমেরিকা কাটাচ্ছেন লিওনেল মেসি। দল উঠে এসেছে ফাইনালে। আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ের আগে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি।
তা হচ্ছে -কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলেই যুগ্মভাবে চিলির সার্জিও লিভিংস্টোনের সঙ্গে এই টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন তিনি। অপরটি কোপা আমেরিকায় সব মিলিয়ে মেসির গোলসংখ্যা ১৩টি। যা ব্রাজিলের জিজিনহো ও স্বদেশী নরবের্তো রদরিগেজের টুর্নামেন্ট রেকর্ড গোল থেকে চারটি কম। তবে ফাইনালে চার গোল অনেকটা অসম্ভবই।