মিরসরাই প্রতিনিধি
ফসলি জমির টপসয়েল (উপরের মাটি) কাটায় মিরসরাইয়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুরাদ। তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের গেড়ামারা গ্রামের হানিফের ছেলে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে এই অভিযান চালায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী জানান, সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কৃষি জমির টপ সয়েল কেটে বিনষ্ট করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।