পটিয়া প্রতিনিধি
অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৩ জনকে আটক এবং তাদের প্রত্যেককে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসভা থেকে তাদের আটক করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের এ আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (২২), একই এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ সুলতান আলী (২৮) ও পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা এলাকার আবদুল আলিমের ছেলে আবুল কালাম (৪৫)।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ফসলি জমি থেকে কোনো ধরনের মাটি উত্তোলন করা যাবে না। কেউ এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। অবৈধভাবে মাটি কর্তনকালে ৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।