ফরহাদাবাদে দরসুল হাদিস মাহফিল

1

হাটহাজারীর ফরহাদাবাদে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাতে ইউনিয়নের ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আমিন-নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে এবং দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীন শেখ মোহাম্মদ তৈয়ব উল্লাহ ছিদ্দিকীর সভাপতিত্বে দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মুদাররিস হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন নুর আলী মিয়া জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন আল-কাদেরী। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, নবী প্রেমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ে তাকবীর, নারায়ে রিসালতের বজ্রকণ্ঠস্বরে ধ্বনিত হয় এবং নাতে রাসূল (দ.) পরিবেশন করা হয়।
– হাটহাজারী প্রতিনিধি