ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তির দুইদিনব্যাপী উৎসব সম্পন্ন হয়েছে। ১৩ মার্চ বিকেলে বিদ্যালয় মাঠে উৎসব উদ্বোধন করেন পেশাজীবী নাগরিক সংগঠক বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।বিকেল চারটায় আয়োজন করা হয় শোভাযাত্রা। বক্তব্যে রিয়াজ হায়দার চৌধুরী দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দলীয় বিভক্তির বাইরে গিয়ে দেশপ্রেমে জাগ্রত চৈতন্যের অধিকারী হতে পারাটা বড় গুণ। সবার আগে দেশ। দেশের ঐতিহ্য ইতিহাস ধারণ করে আলোকিত দেশ, আলোকিত জীবন গঠন করতে পারলেই শিক্ষার সার্থকতা। উত্তর চট্টগ্রামে শিক্ষা বিস্তারে ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবদান রয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা, বিদ্যালয়ের সাবেক ছাত্র চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী, সমাজসেবক আলী আসগর চৌধুরী, রাজনীতিবিদ কাজী এনামুল হক, সাবেক ছাত্র এডভোকেট মোহাম্মদ শামীম, এড. ইফতেখার চৌধুরী মহসিন, রাজনীতিবিদ মোরশেদ আলম চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আসগর চৌধুরী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মন্জুর আলম, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মইনুল আলম চৌধুরী টিপু, চবি আইন বিভাগের অধ্যাপক শাহীন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক লিটন, চবি একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, বাচিক শিল্পী বিশ্বজিৎ পাল প্রমুখ। উৎসবে যোগ দিয়েছেন দেশ-বিদেশ থেকে বিদ্যালয়ের প্রায় ৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী। বিজ্ঞপ্তি