ফতেয়াবাদ নাগরিক কমিটির উদ্যোগে গতকাল ইফতার মাহফিল ও প্রয়াত ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর স্মরণে শোকসভা সংগঠনের সভাপতি অমর নাথ চৌধুরীর সভাপতিত্বে ও এস এম মোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম দিদার, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন সাবেক সভাপতি এম এ কাসেম, উপদেষ্টা কাজী এনামুল হক, দুর্গাপদ নাথ, অধ্যাপক আলী আজগর চৌধুরী, অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, শামসুল আলম, সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শাহজাহান রশীদ, ডা. অশোক কুমার দেব, বিশ্বনাথ চৌধুরী, মো. শহিদুল ইসলাম, আলী নাসের চৌধুরী, ইউসুফ সরোয়ার, জয়নুল আলম, চৌধুরী মোহাম্মদ জসীম, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, প্রফেসর ফজলুল কাদের, এম নাসের আহমেদ, আবু লাইছ, আলমগীর কবির চৌধুরী, জিয়া আমানত নয়ন, সৈয়দ মনজুরুল আলম, মো. সেলিম, এম জাহাঙ্গীর আলম, শফিউল আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিম, কাজী শওকত আকবর, কল্যাণ পাল, মো. আনোয়ার হোসেন, লায়ন রিমন কান্তি মুহুরী, নেজাম উদ্দীন তনি, শওকত আলী, মো. সাজ্জাদ প্রমুখ। বিজ্ঞপ্তি