ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান, আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম এর সভাপতিত্বে সাজিয়া আফরিন কুহেলীর সঞ্চালনায় ৭ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহেদ, অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল আহসান চৌধুরী লিটন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম ফতেয়াবাদী, সেবিকা মুখার্জী, শিখা রাণী দেবী, শফিউল আজম, লায়ন রিমন কান্তি মুহুরী, শারমিন সুলতানা, পুতুল রাণী নাথ, শওকতের রহমান, আজিজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি