ফতেপুর ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা সম্পন্ন হয়েছে।
২৯ মে পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৫-২০২৬ অর্থ বছরে সর্ব মোট ২ কোটি ১০ লাখ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়বের সঞ্চালনায় বাজেট সভায় ইউপি মেম্বারবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বলেন, একটি প্রতিষ্ঠানের বাৎসরিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং অত্র ইউনিয়নে এরকম সভা প্রতিবছর আরো বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত করার মতামত ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাধরণ জনসাধারণ হতে মতামত গ্রহণ করা হয়।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৪৯ লাখ ৬৩ হাজার ৪২০ টাকা এবং রাজস্ব ব্যয় ৪৫ লাখ ৫৮ হাজার টাকা আয় ধরা হয় এবং উন্নয়ন হিসাবে আয় ও ব্যয় ১ কোটি ৬৫ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট ৪ লাখ ৫ হাজার ৪২০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেটে আগামী বছরের জন্য খাতভিত্তিক উন্নয়ন পরিকল্প গ্রহণ করার সিদ্ধান্ত হয় এবং জনসাধারণকে নিজেদের চাহিদা ইউপিকে অবহিত করার সুযোগ দেয়া হয়েছে।