ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের আধ্যাত্মিক মনীষী পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর বার্ষিক ওরশ শরিফের গতকাল শুক্রবার প্রথম দিনে ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদান, আট শতাধিক গরিব রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চমেকের সন্ধানী ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে রক্তদান করা হয়। এতে প্রায় ৬০ জন স্বেচ্ছায় রক্ত দেন। গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।
তিনি বলেন, গরিব দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের ওপর নৈতিক দায়িত্ব। দেশে কোটি গরিব মানুষ আছেন যারা টাকার অভাবে রোগে-দুর্ভোগে ধুঁকছে। এদের পাশে দাঁড়াতে হবে সচ্ছল মানুষদেরকে। সৈয়দবাড়ি দরবার শরিফ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ ও মানুষের প্রতি দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন চেয়ারম্যান এম এ হালিম, নুরুল আলম মোল্লা, মুহাম্মদ সেলিম, জিয়াউদ্দিন জিয়া, কাজী মুহাম্মদ নাজিম, মাওলানা আলী শাহ নেছারী, নুরুল হাকিম, মনসুর সিকদার, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ হাসান, আবুল কালাম, মুহাম্মদ শহিদ। খবর বিজ্ঞপ্তির