ফটিকছড়ি বিএনপি নেতা এমরানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ

58

ফটিকছড়ি পৌর বিএনপি নেতা মোহাম্মদ এমরানের বিরুদ্ধে পুলিশের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, এর আগে পুলিশ তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। প্রতিবাদে বিএনপি সংবাদ সম্মেলন করেেছ। এতে প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। যে মামলায় তাকে আসামি করা হয়েছে এধরনের কোন ঘটনাই সেখানে ঘটেনি। সেদিন তিনি শহরে অবস্থান করছিলেন। অতি উৎসাহি পুলিশ কর্মকর্তারা তাকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। বিবৃতিদাতারা হলেন ফটিকছড়ির বিএনপি প্রার্থী আজিম উল্লাহ বাহার চৌধুরী, মহিলা দলের সবেক কেন্দ্রীয় সভাপতি নুরী আরা সাফা, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি, মো. ছালাহউদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম আজাদ, এরশাদ হোসেন সেলিম, ফরিদুল আলম, খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর
কর্মকর্তাদের প্রশিক্ষণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে এই প্রশিক্ষশ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিক নিদের্শনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সকল কর্মকর্তাদের সঠিকভাবে সরকারি দায়িত্ব পালনের আহবান জানান এবং কেন্দ্রে যে কোন ধরনের সমস্যা তাৎক্ষণিক মোকাবেলায় প্রিজাইডিং অফিসার ও উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মেনে চলার আহবানও জানান। এসময় প্রশিক্ষন কর্মশালায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধরীসহ বান্দরবান জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১শত ৭৬ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বান্দরবান প্রতিনিধি