ফটিকছড়ির রায়পুর কচি সংঘের অভিষেক

65

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের রায়পুর কচি সংঘের নতুন কমিটির অভিষেক ও ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান গত ১৩ মার্চ বিকালে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রূপক কুমার নমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। সংবর্ধিত অতিথি ছিলেন- লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন। অতিথি ছিলেন ডা. জসিম উল হাসান, বদিউল আলম, হোসেন আহমদ নেয়াজী, আইয়ুব পাশা চৌধুরী বাবুল, সরওয়ার হোসেন মেম্বার, আনোয়ার পাশা হানিফ মেম্বার, প্রফেসর জয়নাল আবেদীন, মুহাম্মদ হানিফ, এইচ.এম রফিকুল আলম, খোরশেদুল আলম, এয়াকুব, নাজিম উদ্দিন, জাহেদুল আলম, আলমগীর চৌধুরী, ইউনুস, নুরুল আবছার, সাইফুদ্দীন মাহমুদ, হাফেজ রশীদ আহমদ, ইকবাল পারভেজ ভুট্টো, বেলাল করিম তাহের, সেলিম উদ্দিন, মঈনুল হাসান, শহীদুল আজিম আযাদ, লায়ন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ও আহমেদ এরশাদ খোকন। পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে সংগঠনের পক্ষ থেকে বরেণ্য সমাজসেবি মরহুম ড. মাহমুদ হাসান স্মারক সম্মাননা প্রধান অতিথির কাছে হস্তান্তর করা হয়। -নাজিরহাট প্রতিনিধি