ফটিকছড়িতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

22

করোনা ভাইরাস প্রতিরোধে ঘোষিত সরকারি বিধি নিষেধ অমান্য করায় ফটিকছড়িতে ৩ ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২ এপ্রিল উপজেলার নাজিরহাট বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফীন অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফীন বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে চায়ের দোকানে লোকসমাগম করার দায়ে নাজিরহাট মেডিকেলের সামনে এক চা দোকানদারকে ২ হাজার টাকা, জনসাধারণ চলাচলের জায়গা দখল করায় ফ্রুটের দোকানদার মোহাম্মদ ইকবাল এবং মোহাম্মদ তৈয়বকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নাজিরহাট খাদ্যগুদামের সামনে ইসলামিয়া হোটেলের মালিক সাহেদকে আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সেনাবাহিনীর টহল টিম এবং ফটিকছড়ি থানা পুলিশ।